Posts

Showing posts from July, 2022

তথ্য, গাণিতিক মডেল ও বিশ্বাসযোগ্যতা

Image
  ডাঃ অমিতাভ ব্যানার্জী [ প্রবন্ধটি ৩রা জুলাই ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রথম প্রকাশিত  এবং  জনস্বাস্থ্য মোর্চা কর্তৃক ইংরিজি থেকে অনুদিত।  জনস্বাস্থ্য মোর্চা ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রতি কৃতজ্ঞ । ]  জনস্বাস্থ্যবিদ বা মহামারী বিশেষজ্ঞদের পান্ডিত্য ও দক্ষতা, ডাক্তার এবং সংশ্লিষ্ট পেশাদারদের মধ্যে সবচেয়ে কম। তবে এই জ্ঞানের অভাবই জনসাধারণের স্বাস্থ্য সমস্যা এবং স্বাস্থ্যের সামগ্রিক অবস্থা বোঝার ক্ষেত্রে সুবিধা করে দিতে পারে; কারণ জনমানুষের স্বাস্থ্যের সামগ্রিক অবস্থা বোঝার  জন্য প্রয়োজন স্বাস্থ্য সম্পর্কে  সাধারণ জ্ঞান এবং জটিলতা নিরপেক্ষ মানসিকতা। অত্যধিক পাণ্ডিত্য পক্ষপাতদুষ্ট এবং তা আমাদের সাব্জেক্টিভ বা বিষয়ীগত পর্যবেক্ষণের দিকে ঠেলে দিতে পারে। জনস্বাস্থ্যবিদদের তুলনা করা যেতে পারে, অপরাধের পরে  ঘটনাস্থলে হাজির হওয়া পুলিশ কনস্টেবলদের সাথে। যারা অপরাধ বা মৃত্যুর তদন্তের প্রাথমিক "বয়ান" তৈরী করে, অর্থাৎ সাক্ষীদের সাক্ষ্য নেয় ও তা রেকর্ড করে। তদন্তের এই সবচেয়ে প্রাথমিক ধাপে যা কিছু তথ্য প...