প্রেসক্রিপশন - চিকিৎসা বাজারের "পণ্য"
ডা.স্বপন কুমার জানা সংগঠক, সোসাইটি ফর সোসাল ফার্মাকোলজি, পশ্চিমবঙ্গ আমাদের দেশে চিকিৎসা বরাবরই "পণ্য"। তবে ১৯৮৬ সাল থেকে সরকার "ক্রেতা সুরক্ষা আইন" করে চিকিৎসা পরিষেবাকে আইনী ভাবে "পণ্য" হিসেবে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে । ফলে চিকিৎসা পরিষেবা ক্ষেত্র চিকিৎসা বাজারে পরিণত হয়েছে । দেশের চিকিৎসা বাজার মূলত বেসরকারী । তবে সরকারী ক্ষেত্র থেকে চিকিৎসা বিনামূল্যের বলা হলেও রোগী ও জনসাধারণকে বিভিন্ন ভাবে গাঁটের কড়ি খরচ করতে হয় । এ ধরনের একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে চিকিৎসকরা রোগীদের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন প্রদান করেন । রোগীরা তাঁদের রোগের উপশম, সারানো বা প্রতিরোধের জন্য যে সমস্ত ওষুধ কেনেন তা চিকিৎসকের নির্দেশমত । রোগীরা নিজেদের ওষুধ নিজেরা পছন্দ করতে পারেন না । সে দক্ষতা রোগীদের নেই । রোগীদের চিকিৎসকের উপর নির্ভর করতে হয় । চিকিৎসকরা রোগীদের হয়ে "ওষুধ পণ্য" নির্বাচন করে দেন । এর জন্য চিকিৎসকদের মানসিক শ্রম করতে হয় । জ্ঞানের প্রয়োগ ঘটাতে হয় । প্রেসক্রিপ...