Posts

Showing posts from June, 2022

সংখ্যার ম্যাজিক

লেখাটি প্রথম প্রকাশিত হয়  graph.org.in ওয়েবসাইটে   ভাস্কর চক্রবর্তী কোভিড ১৯ অতিমারীর আগের এক দশক বা তারও আগের ঘটনাক্রম বিশ্লেষণ করে অনেকেই এটা দেখিয়েছেন যে, এটি কোনও স্বাভাবিক অতিমারী নয়, বরং এই অতিমারী নির্মাণ করা হয়েছে। যে-ভাইরাসের কারণে এই অতিমারী সেও নাকি জৈবযুদ্ধের হাতিয়ার তৈরীর ল্যাবরেটরিতে রক্ষিত ছিলো, সেখান থেকে দুর্ঘটনাক্রমে বাইরে ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বক্তব্য শুনে আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে, তাহলে এই যে এত এত মানুষ সংক্রমিত হোলো, এত এত মানুষের মৃত্যু হোলো, এসব কীভাবে ঘটল? একি ম্যাজিক নাকি?  আমাদের মনে হয়, এটা ম্যাজিকই। কেমন ম্যাজিক আর তাতে ম্যাজিসিয়ানের কারসাজিই বা কী তা ধরতে গেলে ম্যাজিকের পদ্ধতিকে চিরে চেলে দেখতে হয়।   ভাইরাস ধরার ভেল্কিবাজী    চীনের ইউহান-এ একধরণের অস্বাভাবিক নিউমোনিয়া দেখা গেল ২০১৯ সালের ১লা ডিসেম্বর। ২০২০ সালের জানুয়ারী মাসে বোঝা গেল যে এই ভাইরাস হল এক ধরণের ‘বিটা করোনা ভাইরাস’। নামকরণ হল, ‘নভেল করোনা ভাইরাস’ (nCov2019) ।  ১৭ই জানুয়ারী ২০২০ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষনা করে দিল যে, এটি একটি নতুন ধরনের করোনা ভাইরাস আ