Everybody Killed Anish Khan

 আমাদের সংগঠন, জনস্বাস্থ্য মোর্চার জন্ম হয় ২০শে ফেব্রুয়ারী। আনিসকে হত্যা করা হয় ১৯শে ফেব্রুয়ারী। আমরা সম্মেলনের শুরু করেছিলাম আনিসের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজও শুরু হয়েছে আনিস হত্যার পেছনের রাজনীতি সামনে আনার মধ্যে দিয়ে

Everybody Killed Anish Khan https://www.youtube.com/watch?v=Ka13ILZtj5c&t=35s

#justiceforanishkhan #publichealth 

দুটো চেজ, তারমধ্যে একটা গাড়ির আর একটা দৌড়ে। দুটো গান ফাইট, তাতে হিরোর গায়ে একটা বুলেটও লাগতে পারে না। চোখা চোখা মন্তব্য, তার মধ্যে কিছু বন্দুক হাতে নিয়ে বা বন্দুকের সামনে দাঁড়িয়ে। এইসব সম্বলিত কোনো থ্রিলার সাজিয়ে আমরা আপনার কাছে আসিনি। চাইও না যে আনিস এর মৃত্যু ব্যক্তিগত দ্বন্দ্বের কারনে হয়েছে বলে কেউ ছাপ মেরে দিক। জানিনা, স্পেশাল ইনভেস্টিগেশন টীম কি তথ্য বার করে আনবে। কিন্তু আনিসের সহকর্মীরা জানে যে আনিস এর মৃত্যুর আসল কারন কি। তাদের সাথে আলাপচারিতায় উঠে এসেছে সেই তথ্য। ধৈর্য্য ধরে এই ইন্টারভিউ শুনুন। বিচারের ভার তো আপনারই হাতে।

Comments

Popular posts from this blog

The Imperialist Effort of Spreading Misinformation Is Going On Unabated

জিন সাম্রাজ্যবাদ

IMPERIALISM BY THE HEALTH CARE DELIVERY SECTOR : CREATION OF WORLD FASCISM